• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
যুবলীগ নেতাকে সম্মান না দেয়ায় নিরাপত্তা প্রহরীর চুল কর্তন!

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

যুবলীগ নেতাকে সম্মান না দেয়ায় নিরাপত্তা প্রহরীর চুল কর্তন!

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ মে ২০২২

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. সেলিম সিকদারের বিরুদ্ধে একটি আবাসিক ভবনের নিরাপত্তা প্রহরীর চুল কেটে শারিরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে পৌরসদরের কুমারজানি রোডের খান টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার বিকেলে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আনোয়ার খান।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গত সোমবার রাতে খান টাওয়ারের ভাড়াটিয়া পল্লী বিদ্যুতের ডিজিএমের সন্ধান করেন অভিযুক্ত সেলিম সিকদার। এসময় ওই ভবনের পাশেই ভনটির নিরাপত্তা প্রহরী আনোয়ার বসে ছিলেন। ডিজিএমের বাসার সন্ধান চাওয়ার পর ঠিকমতো সন্ধান দিলেও দাঁড়িয়ে সম্মান না দেয়ায় গালিগালাজ করে বাসার ভেতরে ঢুকেন, বের হওয়ার সময়ও গালিগালাজ করলে আনোয়ার প্রতিবাদ করায় তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায় সেলিম। তার আধ ঘণ্টা পর সেলিম সিকদারের কয়েকজন লোক এসে আনোয়ারের পরিচয় নিশ্চিত হয়ে মারধর শুরু করে এবং পেটে খুর (ব্লেড) ধরে কেচি দিয়ে চুল কেটে দেয়।

আনোয়ার বলেন, ঘটনার পর আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলেও স্থানীয়দের সাহসে থানায় অভিযোগ করেছি। আর এর সুষ্ঠু বিচার চাই।

পরিচয় গোপন রাখা শর্তে এক প্রত্যক্ষদর্র্শী বলেন, রাত ৯টার দিকে কয়েকজন লোক এসে আনোয়ার ভাইকে বেধড়ক মারপিট করে মাথার চুল কেটে দিয়ে চলে যায়।

এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা সেলিম সিকদার বলেন, অভিযোগকারী আমার সাথে খারাপ আচরণ করেছে। এটা নিয়ে আমার অফিসে বসে দুঃখ করায় পোলাপান রাগ করে হয়তো তাকে ধমক টমক দিয়েছে। চুল কর্তনের বিষয়ে আমি জানি না। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা হয়ে যাবে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ করিম বলেন, একজন উপ-পরিদর্শককে এ ঘটনার তদন্তের দায়িত্ব দিয়েছি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বসহকারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads