• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
রাতে উড়ছিল জাতীয় পতাকা

সংগৃহীত ছবি

সারা দেশ

রাতে উড়ছিল জাতীয় পতাকা

  • গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ মে ২০২২

সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। গলাচিপা সদর পৌর ভূমি অফিস প্রাঙ্গণে সন্ধ্যার পর উড়তে দেখা গেছে জাতীয় পতাকা। গত বুধবার রাত ৮টায় সরেজমিনে গলাচিপা সদর পৌর ভূমি অফিসে গিয়ে এ চিত্র দেখা গেছে।

গলাচিপা সদর পৌর ভূমি অফিস উপ-সহাকারী ভূমি কর্মকর্তা খলিলুর রহমান বলেন, পতাকা নামাতে মনে নেই। কাজটা অন্যায় পতাকাতো নামানোর কথা ছিল পিওনের, আপনারা একটু বসেন পতাকা এখনই নামিয়ে আসছি। পরে অফিসের পিওন সুলতান তাড়াতাড়ি বাহিরে গিয়ে জাতীয় পতাকা নামিয়ে ফেলেন।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, জাতীয় পতাকার অবমাননা মেনে নেওয়া যায় না। বিষয়টি আমি গুরুত্বের সঙ্গে দেখবো। যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads