• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মির্জাপুরে ট্রাক চাপায় শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

মির্জাপুরে ট্রাক চাপায় শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মে ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস আণ্ডারপাসে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই (মোটরসাইকেল চালক) শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে এ্যাম্বুলেন্সেই মৃত্যু হয়।

নিহতরা হলেন, পৌরসদরের বাওয়ার কুমারজানি গ্রামের আমির হোসেনের ছেলে ইয়াছিন হোসেন কানন (২৩) ও একই গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে শহিদুল ইসলাম (২৭)। নিহত কানন টাঙ্গাইল হ্যাবিটে লেখাপড়া করতো।

নিহতের বন্ধু শাকিল জানায়, সকাল নয়টার পর নিহত কানন ও শহিদুল ভাই মোটরসাইকেলের কাগজ ঠিক করতে টাঙ্গাইলের উদ্দেশে মোটরসাইকেলযোগে রওনা হয়। এসময় মহাসড়কের ওইস্থানে পৌছালে মালভর্তি একটি ট্রাক পেছন দিক থেকে এসে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল পড়ে যায় এবং ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে কাননের মৃত্যু হয়। এসময় আরোহী শহিদুল ইসলামের পা’য়ের উপর দিয়ে চাকা যাওয়ায় তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করেন, ঢাকা নেয়ার পথে গোড়াই এলাকায় পৌছালে দুপুরে এ্যাম্বুলেন্সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহিদুল ইসলাম।

গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) বেলাল হোসেন জানান, মরদেহ দুটি পুলিশি হেফাজতে রয়েছে এবং ট্রাক জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads