• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
মির্জাপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী উয়ার্শী

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

মির্জাপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী উয়ার্শী

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মে ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল চারটা থেকে এ খেলা শুরু হয়।

ফাইনালে মির্জাপুর পৌরসভা একাদশ বনাম উয়ার্শী একাদশ দল অংশ নেয়। প্রথমার্ধের খেলায় উয়ার্শী দলের ১০ নাম্বার জার্সি পরিহিত নয়ন নামের খেলোয়াড় একটি গোল জালে জড়িয়ে এগিয়ে যায়। প্রথমার্ধে পৌরসভা দল সমতায় আসতে পারেনি। দ্বিতীয়ার্ধের মধ্যকার সময়ে ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় আরো একটি গোল করে প্রায় বিজয় সুনিশ্চিত করে। খেলার নির্দিষ্ট সময়ে পৌরসভা দল গোল না করতে পারায় ০-২ গোল করে ফাইনালে বিজয়ী হয় উয়ার্শী একাদশ দল। খেলায় ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় উয়ার্শী দলের ৭ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় আজিম।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলায়াড়দের মাঝে সম্মাননা স্মারক ট্রফি তুলে দেয় অতিথিরা। এসময় এমপি খান আহমেদ শুভ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, ইউএনও হাফিজুর রহমান, মেয়র সালমা আক্তার, ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজহারুল ইসলাম, এসিল্যান্ড আমিনুল ইসলাম বুলবুল প্রমুখ। অনুষ্ঠানটিতে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ্ উদ্দিন আহমেদ ও কবি আসাদুজ্জামান বাবুল। এসময় স্থানীয় এমপি খান আহমেদ শুভ বিজয়ী দলকে ৩০ হাজার টাকা, রানার্সআপ দলকে ১০ হাজার ও ম্যাচ সেরা খেলোয়াড়কে ৫ হাজার টাকা পুরস্কৃত করেন এবং এ ধরণের আয়োজকদের জন্য পরবর্তীতে ১ লাখ টাকা পুরস্কারের আশ্বাস দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads