• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
ঈশ্বরদীতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

প্রতীকী ছবি

সারা দেশ

ঈশ্বরদীতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ মে ২০২২

ঈশ্বরদীতে চুরির অভিযোগে পিটিয়ে এক যুবককে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত রাব্বি হোসেন চঞ্চলের (২১) বাবা জাহিদুল ইসলাম সাতজনের নাম উল্লেখ করে আরও ১৫-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে সোমবার রাতে ঈশ্বরদী থানায় ওই মামলা করেন।

এজাহারভুক্ত আসামিরা হচ্ছেন- ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের খয়রব মন্ডল (৫৭), সাদেক আলী মন্ডল (৫৪), শওকত আলী মন্ডল (৩৩), সানোয়ার হোসেন (৩৫), মো. কায়েস (৪০), সোহান মন্ডল (২৫) ও রজব আলী মন্ডল (৫৮)।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ মামলার সত্যতা স্বীকার করে বলেন, আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। সবাইকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ২১ মে দিবাগত রাতে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে চোর সন্দেহে রাব্বি হোসেন চঞ্চল (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার লাশ ঈশ্বরদী বাসটার্মিনালের কাছে পাওয়া যায়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads