• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
পদ্মায় জেলের জালে ২০ কেজির পাঙাস, ২৬ হাজার টাকায় বিক্রি

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

পদ্মায় জেলের জালে ২০ কেজির পাঙাস, ২৬ হাজার টাকায় বিক্রি

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ মে ২০২২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি পাঙাস মাছ। এ সময় মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা । মঙ্গলবার ভোরে জেলে সালাম প্রামানিকের জালে এ মাছটি ধরা পড়ে।

জানা গেছে, স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো.শাজাহান শেখ মঙ্গলবার সকালে দৌলতদিয়া রওশনের আড়ৎ থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বাংলাদেশের খবর'কে জানান, এখন পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় অনেক বড় বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে। এছাড়াও পদ্মা নদীর বড় মাছ খেতে খুব সুস্বাদু হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads