• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
পীরগঞ্জে পরিবার পাকা বাড়ি পাচ্ছে ২৪০ পরিবার

সংগৃহীত ছবি

সারা দেশ

পীরগঞ্জে পরিবার পাকা বাড়ি পাচ্ছে ২৪০ পরিবার

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ মে ২০২২

প্রধানমন্ত্রীর ঈদের উপহার হিসেবে পাচ্ছে পীরগঞ্জে ২৪০টি পরিবার সেমিপাকা বাড়ি। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পীরগঞ্জে ১২০ টি পরিবার পাচ্ছে পাকা বাড়ি। আগামী ২৬ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে সুবিধাভোগী এই সকল পরিবারের সদস্যদের সাথে ঘরের চাবি তুলে দেওয়া হবে।

গত রোববার বিকেলে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানে সারা দেশের ন্যায় পীরগঞ্জেও ভূমিহীণ ও গৃহহীনদের জন্য নির্মিত হয়েছে স্বপ্নের নীড়। উপজেলায় ৩য় ধাপে ২৪০ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। নির্মাণ কাজ শেষ হওয়ায় আগামী ২৬ এপ্রিল জেলার উপজেলার ১২০ পরিবারের মাঝে ঘর এবং জমির মালিকানা নামজারি কবুলিয়ত দলিল হস্তান্তর সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রঘর হস্তান্তর করা হবে। প্রায় ৫০০ বর্গফুটের এই বাড়িতে রয়েছে ২ টি শোবার ঘর, রান্না ঘর, টয়লেট, বারান্দা। এ ছাড়া এসকল পরিবারের জন্য বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। ইটের দেয়াল, কংক্রিটের মেঝে ও রঙিন টিনের ছাউনি দিয়ে নির্মিত ঘরের নির্মাণ ব্যায় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads