• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ফকিরহাটে বেতাগা ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

সারা দেশ

ফকিরহাটে বেতাগা ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

  • ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ মে ২০২২

বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বেতাগা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে রোববার বিকেল ৫টায় উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ (অব:) অমিত রায় চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম ও শেখ হেলাল উদ্দীনর কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ।

এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ।

শিক্ষক নাজমুল হুদার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য শেখ আ: রাজ্জাক ও মল্লিক আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির প্রমূখ।

উন্মুক্ত বাজেট সভায় ২০২২-২৩ অর্থ বছরে ১ কোটি ৭৯ লাখ ১৭ হাজার ৬২০ টাকা বাজেট ঘোষণা করা হয়। এসময় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads