• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
মির্জাপুর পৌরসভার পাঁচ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

মির্জাপুর পৌরসভার পাঁচ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জুন ২০২২

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৩টি ওয়ার্ডে পৃথক দুই প্রকল্পের আওতায় দেড় কোটি টাকা ব্যয়ে পাঁচটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র সালমা আক্তার। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে পাঁচটি স্থানে এ কাজের উদ্বোধন করা হয়।

পৌরসভা সুত্রে জানা গেছে, ০৮ নং ওয়ার্ডের বাবু বাজার থেকে রণদা নাট মন্দির পর্যন্ত টাঙ্গাইল জেলার দশর প্রকল্পের (টেন টাউন) আওতায় একটি সড়ক ও ০২ নং ওয়ার্ডে ০২টি এবং ০৩ নং ওয়ার্ডে ২টিসহ মোট পাঁচটি সড়কের উদ্বোধন করা হয়। দ্রুত সময়ের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এ কাজগুলো সম্পন্ন করবেন বলেও জানান সংশ্লিষ্টরা। বর্তমানে পুরো পৌরসভায় ৯টি প্যাকেজে ১৫ কোটি টাকার কাজ চলছে। আরও ৮ কোটি টাকার কাজও দ্রুত সময়ের মধ্যে হবে ৯টি প্যাকেজে ১৫ কোটি টাকার কাজ চলছে বলেও জানা গেছে।

উদ্বোধনকালে পৌর কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, কাউন্সিলর সুমন হক, কাউন্সিলর তাপস সাহা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইরিন সুলতানা, সহকারী প্রকৌশলী শেখ মঞ্জুর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মির্জাপুর বাজারের শেড তৈরির কাজ পরিদর্শন করেন মেয়র ও অন্যান্যরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads