• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
ইকুরিয়া বিআরটিএ’র দুই দালালের সাজা

সংগৃহীত ছবি

সারা দেশ

ইকুরিয়া বিআরটিএ’র দুই দালালের সাজা

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জুন ২০২২

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ইকুরিয়া কার্যালয়ে অভিযান চালিয়ে সেবাগ্রহীতাদের হয়রানি ও হেনস্তার অভিযোগে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বিআরটিএ আদালত-১।

সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত ইকুরিয়া কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার। তিনি জানান, আমরা তিন জনকে আটক করেছি। তাদের দুজনে সাজা ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। আসামিরা হলেন শাহাদাৎ। তাকে সাত দিনের জেল দেওয়া হয়। রানাকে ১৫দিন জেল দেওয়া হয়। জিসানকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আমাদের এ অভিযান প্রতিনিয়ত চলছে। বিআরটিএ-কে দালালমুক্ত রাখতে আমাদের অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads