• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
গরমে তৃষ্ণা মেটাতে বেড়েছে তালশাঁসের কদর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গরমে তৃষ্ণা মেটাতে বেড়েছে তালশাঁসের কদর

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ জুন ২০২২

গরমে হাসফাস করছে মানুষ। এ প্রচণ্ড গরমে তৃষ্ণা নিবারণে বেড়েছে তালশাঁসের কদর। শহরের মানুষদের চাহিদা পূরণে বরিশালের গৌরনদী গ্রামীণ জনপদ থেকে পাইকারী ব্যবসায়ীরা এসে গ্রামঘুরে গাছ চুক্তিতে তালশাঁস ক্রয় করে ট্রাক ভর্তি করে নিয়ে যাচ্ছেন ঢাকাসহ বিভিন্ন শহরে। তালের ভিতরে থাকা শাঁস মিষ্টি ও সুস্বাদু।

প্রতি পিস তাল খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১০ টাকায়।

তালের শাঁস খুব জনপ্রিয় একটি খাবার। তালের শাঁসকে নারকেলের মতোই পুষ্টিকর বলে বিবেচনা করা হয়। গরমের এইদিনে অনেকের হাতে পৌঁছে যায় কচি তালের শাঁস। বিশেষজ্ঞদের মতে, তালশাঁসে রয়েছে প্রচুর পরিমাণ উপকারী উপাদান। যা মানুষের শরীরকে নানারোগ থেকে রক্ষা করাসহ রোগ প্রতিরোধে সহায়তা করে। এছাড়াও কচি তালের শাঁস লিভারের সমস্যা দূর করতে সহায়তা করে। এটি রক্তশূন্যতা দূরীকরণে দারুণ ভূমিকা রাখে। তাল শাঁসে থাকা ক্যালসিয়াম হাঁড় গঠনেও দারুণ ভূমিকা রাখে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads