• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
জরাজীর্ণ সড়কে ভোগান্তি

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

জরাজীর্ণ সড়কে ভোগান্তি

  • আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা)
  • প্রকাশিত ০৮ জুন ২০২২

সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে পাইকগাছার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা-সোনাখালী সড়ক। ছয় কিলোমিটার সড়কের চার কিলোমিটার ইটের সলিং। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কে এখন ইট নেই। ফলে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।

দুই কিলোমিটার কাঁচা সড়কের দুই পাশের মাটি ভেঙে সরু গলিতে পরিণত হয়েছে। ফলে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দ্রুত সংস্কার না হলে রাস্তা ভেঙে নদীর পানি এলাকায় ঢুকতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

উপজেলার অবহেলিত ইউনিয়নগুলোর মধ্যে সোলাদানা ইউনিয়ন অন্যতম। এ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার এখনো তেমন উন্নয়ন হয়নি। বেশিরভাগ সড়ক জরাজীর্ণ। এর মধ্যে আমুরকাটা-সোনাখালী সড়ক অন্যতম। সড়কের সরদার আবু হোসেন কলেজ মোড় থেকে সোনাখালী খেয়াঘাট ছয় কিলোমিটার সড়কটি আমুরকাটা, পশ্চিম কাইনমুখী, নুনিয়াপাড়া, দীঘা ও দক্ষিণ কাইনমুখীসহ কয়েকটি গ্রামের যাতায়াতের একমাত্র মাধ্যম। আবু হোসেন কলেজ থেকে এক কিলোমিটার পিচের কার্পেটিং করা রয়েছে। এরপর চার কিলোমিটার ইটের রাস্তা। বাকি দুই কিলোমিটার রাস্তা এখনো কাচা। ছয় কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। সড়কের গর্তে পানি জমে যাতায়াতের অনুপোযোগী হয়ে পড়েছে। যানবাহন চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

নছিমন চালক রাজা জানান, সড়কের বেশিরভাগ জায়গায় যাত্রী নামিয়ে দিয়ে চলতে হচ্ছে। আমুরকাটা এলাকার বিভাসেন্দু সরকার বলেন, সংস্কার না করলে যেকোনো সময় সড়ক ভেঙে এলাকা প্লাবিত হতে পারে। সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী বলেন, প্রাথমিকভাবে সড়কটি মেরামত করার উদ্যোগ নিয়েছি। কয়েকদিনের মধ্যেই মেরামত কাজ শুরু হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads