• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
'শিশুদের মৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন এ খাওয়াতে হবে'

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

'শিশুদের মৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন এ খাওয়াতে হবে'

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ১১ জুন ২০২২

কুষ্টিয়ার জেলা সিভিল সার্জন ডাঃ এইচ, এম আনোয়ারুল ইসলাম বলেছেন, শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন এ ক্যাপসুলের গুরুত্ব অনেক। সময় মত আপনার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান এবং অন্যদের খাওয়ার সুযোগ সৃষ্টি করে দিন। বর্তমান সরকারের যে সকল সফলতা রয়েছে তাদের মধ্যে স্বাস্থ্য খাতের শিশু ও মাতৃ মৃত্যুর হার কমানো অন্যতম। এক্ষেত্রে শিশুদের স্বাস্থ্য সেবা শতভাগ নিশ্চিত করতে হবে।

শনিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে জেলার সর্বস্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,পলিও মুক্ত বাংলাদেশ গড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনেক সুনাম অর্জন করেছে। আগের যে কোন সময়ের চেয়ে বর্তমানে সাধারণ মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে। দেশপ্রেম বোধ ভিটামিন এ ক্যাপসুল ও টিকার মতই বাচ্চাদের ঘরে ঘরে পৌছে দিতে হবে। যাতে তাদের মধ্যে আগামীর দেশ গড়তে দেশপ্রেম বোধ অধিক কাজে লাগে।
শিশু অবস্থা থেকে সরকারের প্রদত্ত বিনামূলে যে সকল ভিটামিন ও টিকা দেয়া হয় তা দেয়ার ব্যাপারে সকলকে আন্তরিক হতে হবে। সরকারের ভিটামিন খাওয়ানো ও টিকা দান কর্মসূচী দিনে দিনে সফলতা লাভ করায় আজ শিশু ও মাতৃমৃত্যু নেই বললেই চলে।

ভাল কাজের শুরু আছে শেষ নাই। প্রত্যেকের মধ্যে দেশ ও জাতির জন্য দায়বদ্ধতা থাকতে হবে। শিশু স্বাস্থ্য নিয়ে মানুষকে আরো বেশি সচেতন করে তুলতে সাংবাদিকদের গুরুত্ব দিয়ে এই খাতটির সংবাদ প্রকাশ করতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল। নিউট্রেশন ইন্টারন্যাশনাল-এর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ আব্দুল্লাহ আল রশিদ। ভিটামিন এ প্লাস সম্পর্কে প্রজেক্টরের মাধ্যম্যে বিস্তারিত তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইয়াসমিন আহমেদ।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ এইচ, এম আনোয়ারুল ইসলাম ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার যোগ্য জেলার শিশুদের পরিসংখ্যান তুলে ধরেন। এতে দেখা যায় আগামী ১৫ জুন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কেন্দ্রীয় ভাবে সারা দেশব্যাপী উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং জেলায় এবার ১৬ জুন থেকে আগামী ১৯ জুন পর্যন্ত ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ৭শ' ৩৯ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২-৫৯ বয়সী ২ লাখ ৮ হাজার ৫শ' ২২ শিশু কে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন বলেন, এর বাইরেও কোন শিশু থাকলে তাদেরকেও ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ১৫শ' ৬৬ কেন্দ্রে ৩১শ' ৩২ জন স্বেচ্ছাসেবক এই ক্যাম্পইন সফল করতে কাজ করবে। পথ শিশু কিংবা পথ চলতি শিশুদের কথা চিন্তা করে বাস রেল স্টেশন সহ বিভিন্ন জনসমাবেশ স্থলে কেন্দ্র স্থাপন করা হবে।

আপনার নিকটস্থ টিকাদান কেন্দ্রে যেয়ে ১৬ জুন বৃহস্পতিবার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে আপনার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ করেন তিনি। ভিটামিন এ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক মানসম্মত এবং নিরাপদ। জেলার দৌলতপুর, ভেড়ামারা, মিরপুর, কুষ্টিয়া সদর, কুমারখালী ও খোকসা ৬ উপজেলা এবং কুষ্টিয়া, ভেড়ামারা ও কুমারখালি ৩ পৌরসভায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী মোট ২৬ হাজার ৭৩৯ এবং ১২ মাস হতে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮ হাজার ৫২২ জন শিশুকে ১৫৬৬ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচী বাস্তবায়নে ৩ হাজার ১৩২ জন সেচ্ছাসেবক কাজ করবে। সভায় স্থানীয় ও জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের কর্মকর্তা নজরুল ইসলাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads