• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মির্জাপুরে পরীক্ষা কক্ষে চাপাতি নিয়ে প্রবেশ, শিক্ষার্থী বহিষ্কার

ছবি: রাব্বি ইসলাম

সারা দেশ

মির্জাপুরে পরীক্ষা কক্ষে চাপাতি নিয়ে প্রবেশ, শিক্ষার্থী বহিষ্কার

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুন ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে পরীক্ষা কক্ষে চাপাতি নিয়ে প্রবেশের দায়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার দুপুরে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ (এস.কে) পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত ওই শিক্ষার্থী পৌরসদরের বাইমহাটি গ্রামের। 

জানা যায়, ওই বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিকী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ রোববার অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পত্রের পরিক্ষা হচ্ছিল। পরীক্ষা শুরুর পর দায়িত্বরত শিক্ষক আলো রানী পোদ্দার সামির আলীর পকেট তল্লাশি করে চাপাতি উদ্ধার করে। ওই শিক্ষার্থী চাপাতিটি বাসার কাজের জন্য ভুলবশত পকেটে নিয়ে আসা হয়েছে দাবি করে। তবে তার অভিভাবক বিষয়টি অস্বীকার করেছে।

মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে ওই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।শিক্ষার্থীর ভবিষ্যত বিবেচনা করে পুলিশে সোপর্দ না করে তার অভিভাবকের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads