• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
পরাজিত মেম্বার প্রার্থীর বাড়ীতে হামলার অভিযোগ, আহত ২

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পরাজিত মেম্বার প্রার্থীর বাড়ীতে হামলার অভিযোগ, আহত ২

  • ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জুন ২০২২

ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের নির্বাচনে মেম্বার প্রার্থী মোঃ আবু তাহের সরদার তালা মার্কা নিয়ে বিজয়ী হয়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরগ মার্কা মো. সোহেল মাহমুদের বাড়ীতে হামলা চালিয়ে দুই জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার  বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার। এর আগে বুধাবার রাত ১০টার দিকে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলী কল্যাণপুর গ্রামে হামলার ঘটনাটি ঘটে। 

বাথুলী কল্যাণপুর গ্রামের মোঃ আওলাদ হোসেনের ছেলে মোঃ কালাচাঁন ও স্ত্রী আকলিমা বেগমকে পিটিয়ে আহত করে।

স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল বুধবার সূতিপাড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ৪নং ওয়ার্ড থেকে মোঃ সোহেল মাহমুদ মোরগ মার্কায় এবং মোঃ আবু তাহের সরদার তালা মার্কা নিয়ে প্রতিদ্বন্দীতা করেন। ভোট শেষে ফলাফলে বিকাল বেলায় মোঃ আবু তাহের তালা মার্কা নিয়ে বিজয়ী হয়। এর পর আজ বৃহস্পতিবার বেলা ১২টার সময় আবু তাহের তার লোকজন নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে একটি মিছিল নিয়ে সোহেল মাহমুদের বাড়ীতে গিয়ে মিছিল করতে থাকে। এই সময় কালাচাঁন মিছির করতে নিষেধ করলে মিছিল কারীরা কালাচাঁনকে কিল-ঘুষি মারতে থাকে। পরে কালাচাঁনের স্ত্রী আকলিমা বেগম দৌড়িয়ে আসলে মিছিকারীরা কালাচাঁনের স্ত্রীকে মারধর করে ফেলে রেখে যায়।

এই বিষয়ে মোরগ মার্কার প্রার্থী সোহেল মাহমুদ বলেন, আমি কাজে বাইরে ছিলাম। পরে জানতে পেলাম আমার বাড়ীতে হামলা করেছে তাহের। এতে আমার চাচাতো ভাই  ও তার স্ত্রীকে মারধর করেছে তাহের লোকজন।

এই বিষয়ে তালামার্কার বিজয়ী প্রার্থী মোঃ আবু তাহের সরদার বলেন, আমার লোকজন আনন্দ মিছিল নিয়ে উল্লাস করতে করতে সোহেল মাহমুদের বাড়ীর সামনে গেলে কালাচাঁন বিরক্তি হলে আমার লোকজনকে গালি দেন। পরে আমার লোকজন কালাচাঁনকে ধাক্কা দেয়।  তাছাড়া কিছু না।

এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নং কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, বিজয়ী পার্থীর মিছিল নিয়ে পরাজিত প্রার্থী সোহেল মাহমুদের বাড়ীতে হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads