• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
২০ গ্রামের আতঙ্ক সুবর্ণ খালী বেরিবাঁধ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

২০ গ্রামের আতঙ্ক সুবর্ণ খালী বেরিবাঁধ

  • মশিউর রহমান, সরিষাবাড়ী (জামালপুর)
  • প্রকাশিত ২০ জুন ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীর প্রস্থ্য ধারা সুবর্ন খালী নদীর বামতীর রক্ষা বেরিবাঁধটি সংস্কার হয়নি দীর্ঘদিনেও। এ কারণে প্রায় ২০ গ্রামের মানুষের আতঙ্ক হয়ে দাড়িয়েছে বাঁধটি। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

উপজেলার ঝালোপাড়া মোড় হতে পুঠিয়ারপাড়, বয়ড়া, চরপোগলদিঘা, তারাকান্দি, কান্দারপাড়া হয়ে চেঁচিয়াবাধা রেল ক্রসিং পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার বেরীবাধ দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ভঙ্গুর হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে দুইপাশ ধসে  এমন অবস্থা হয়েছে সামান্য একটি সাইকেল চালিয়ে যাওয়াও কষ্টসাধ্য।

দীর্ঘ প্রায় ৫০ বছরের পুরনো এ বাধটি এখন প্রায় ২০ গ্রামের মানুষের আতঙ্ক। প্রতি বন্যার সময় আসলেই ভাঙ্গন আতঙ্কে রাত জেগে থাকতে হয় এলাকাবাসীর। গত বন্যায় দশ থেকে পনেরটি স্থানে দেখা দিয়েছিল ভাঙ্গন। এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমেই হয়েছে বাঁধটি রক্ষা পেয়েছিল সেবার। এ বেরীবাধটি যদি ভেঙ্গে যায় তাহলে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান তারাকান্দি যমুনা সার কারখানাসহ হুমকির মুখে পড়বে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। আর পানিবন্দি হয়ে পড়বে হাজার হাজার পরিবার।

এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান জানান, গত বছরে বন্যার সময় আমার নিজ গ্রাম কান্দারপাড়া ও পার্শবর্তী গ্রামের মানুষ মিলে রাত জেগে পালাক্রমে পাহারা দিয়েছি। যখন কোনো স্থান ঝুকিপূর্ণ দেখা দিয়েছে তখনি মসজিদের মাইকে ডেকে সকলের সহযোগিতায় মেরামত করেছি।

এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল আলম (মানিক) জানান, এ বেরিবাঁধটি খুব পুরনো হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বিষয়টি আমি উপজেলা সমন্বয় কমিটির বৈঠকে বার বার অবহিত করা হলেও কোনো সুরাহা পায়নি। তাই পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা অব্যাহত আছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads