• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
কালীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

সংগৃহীত ছবি

সারা দেশ

কালীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ জুন ২০২২

গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসসাদিকজামানের সভাপতিত্ব ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মেহেদী হাসান।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মানজুর-ই-এলাহী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহান, তুমলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুবক্কর মিয়া বাক্কু, বক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, কালীগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হুমায়ূন কবীর ভূঁইয়া ও মো. আবু জাফর প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দফতরের প্রধান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থ, গণমাধ্যমকর্মী, মসজিদের ইমাম-মোয়াজ্জিন, পুরোহিতসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads