• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কেরানীগঞ্জে আনন্দ কনসার্ট

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কেরানীগঞ্জে আনন্দ কনসার্ট

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জুন ২০২২

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ আয়োজনে আনন্দ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও রাজস্ব সার্কেল আবু রিয়াদ,কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) ও রাজস্ব সার্কেল মোহাম্মদ আব্দুল্লাহ আল রনি, কেরানীগঞ্জ উপজেলা অফিস কর্মকর্তা কর্মচারীরা এ আনন্দ কনসার্টে অংশ গ্রহণ করেছেন। এছাড়া কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারসহ উপজেলা আওয়ামী লীগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবি লীগ,কৃষক লীগ,শ্রমিকলীগ, ছাত্রলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এ কনসার্টে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

গান পরিবেশন করেন- জি বাংলার সেরা গায়ক নোবেল, গান বাংলার প্রতীক হাসান,ঝিলিক, ইশরাত জাহান জুই, সন্ধ্যা,নদী, ক্লোজ আপঅন সেরাদের সেরা নোলক বাবু

এ আনন্দ কনসার্টে দেশের স্বনামধন্য শিল্পরা জনগনকে আনন্দ দেয়ার জন্য দেশের গানসহ মন মাতানো বিভিন্ন গান পরিবেশনা করেন।

মন মাতানো এ আনন্দ কনসার্ট সকাল ১০ থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads