• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
হাট কাঁপাবে ৩২ মণ ওজনের ‘খান বাহাদুর’

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হাট কাঁপাবে ৩২ মণ ওজনের ‘খান বাহাদুর’

  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ জুলাই ২০২২

প্রতিবছর কোরবানির পশুর হাটে ক্রেতা-দর্শনার্থীদের নজর কাড়ে বড় আকারের গরুগুলো। এসব গরুর আবার বিভিন্ন নামও দিয়ে থাকেন খামারিরা। ব্রাহ্মণবাড়িয়ায় এবার হাট কাঁপাতে আসছে তেমনই এক গরু। ৩২ মণ ওজনের সেই গরুটির নাম ‘খান বাহাদুর’। জেলার সদর উপজেলার সুলতান ইউনিয়নের বিরামপুর গ্রামের খামারি মোনায়েম খান গরুটির দাম হাঁকাচ্ছেন ২০ লাখ টাকা।

জানা গেছে, তিন বছর ধরে দেশীয় খাবার খাইয়ে ‘খান বাহাদুর’কে প্রস্তুত করেছেন মোনায়েম খান। গরুটির প্রতিদিনকার খাদ্য তালিকায় আছে ঘাস, খৈল ও ভুষিসহ দেশীয় বিভিন্ন দানাদার খাবার। বিশালাকৃতির গরুটিকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষজন।

মোনায়েম খান জানান, তিন বছর আগে আব্দুল সালাম নামে এক কৃষকের কাছ থেকে ‘ব্রাহমা’ জাতের ওই গরুটি কিনেন তিনি। তারপর থেকেই অতি যত্নে গরুটিকে লালন-পালন করছেন। সুঠামদেহ এবং জমিদারি আচরণ করায় গরুটির নাম খান বাহাদুর রাখা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. বি. এম. সাইফুজ্জামান জানান, গরুটি বর্ধনশীল ‘ব্রাহমা’ জাত। এই জাতের গরুগুলো দুই বছরেই ৮০০ থেকে এক হাজার কেজি ওজনের হয়ে থাকে। খামারি মোনায়েম তার গরুটির দাম ২০ লাখ টাকা চাইছেন। তবে এখন পর্যন্ত গরুটির নির্ধারিত কোনো দাম উঠেনি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads