• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নজর কাড়ছে ‘দুম্বা’

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নজর কাড়ছে ‘দুম্বা’

  • বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ জুলাই ২০২২

শখের বশে মরু অঞ্চলের দুম্বা পালন করে বাণিজ্যিক খামার গড়ে তুলেছেন বোচাগঞ্জের ব্যবসায়ী আব্দুল হান্নান। গত বছরের মতো এবারেও দিনাজপুরের কোরবানির হাটে এই দুম্বা বিক্রির জন্য উঠানো হয়েছে। বোচাগঞ্জ উপজেলার ধান-চাল ব্যবসায়ী ও দুম্বা খামারের মালিক আব্দুল হান্নান আশা করেন, এক একটি দুম্বা প্রায় লক্ষাধিক টাকায় বিক্রি হতে পারে। এদিকে, দুম্বার খামারটি দেখতে দূর-দূরান্তের অনেকে ভিড় করছেন।

পাঁচ বছর আগে ভারতের রাজস্থান থেকে ছয়টি দুম্বা শাবক এনে আব্দুল হান্নান লালন পালন করেন। বর্তমানে তার খামারে দুম্বার সংখ্যা প্রায় অর্ধশতাধিক। বোচাগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিল্পাঞ্চলের রামদাসপাড়ায় গড়ে ওঠা মেসার্স জহুরা ইন্ডাস্ট্রিজের তত্ত্বাবধানে দুম্বার খামারটি প্রতিষ্ঠা করা হয়েছে।

আব্দুল হান্নান জানান, তিনি শখের বশে দুম্বাগুলো লালন পালন করেছেন। পরবর্তীতে এটির পরিধি বাড়িয়ে একটি খামারে পরিণত করেন। তিনি বলেন, গত বছরের ন্যায় আমার দুম্বা খামারের কিছু দুম্বা কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। কোরবানির হাটে আমার খামারের দুম্বা দেখা যাবে। ইচ্ছে করলেই যে কেউ আমার খামারের দুম্বা কোরবানির জন্য ক্রয় করতে পারবে। তিনি আশা প্রকাশ করেন, এক একটি দুম্বা প্রায় লক্ষাধিক টাকায় বিক্রি হতে পারে। গত বছরও এই খামার থেকে দুম্বা কোরবানির জন্য বিক্রয় করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads