• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
পদ্মায় জেলের জালে ২৪ কেজির বাঘাইড়, ২৯ হাজার টাকায় বিক্রি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পদ্মায় জেলের জালে ২৪ কেজির বাঘাইড়, ২৯ হাজার টাকায় বিক্রি

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুলাই ২০২২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি স্থানীয় আড়ৎতে নিয়ে আসলে এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

সোমবার ভোরে দৌলতদিয়ায় ৭নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে জেলে জয়নাল হলদারের জালে এ বাঘাইড় মাছটি ধরা পড়ে।

জানা গেছে, মাছটি বিক্রির জন্য সকালে দৌলতদিয়া বাজারে রওসন মোল্লার মৎস্য আড়ৎতে নিয়ে যাওয়া হয়। এ সময় উন্মুক্ত নিলামের মাধামে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাজাহান শেখ ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ১৭০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। পরে মাছটি মৎস্য ব্যবসায়ী শাজাহান শেখ ২৯ হাজার ৬৪০ টাকায় ঢাকার এক ব্যাবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন।

এ প্রসঙ্গে উপজেলা সহকারি মৎস্য কর্মকতা মো. রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীতে মাঝে মধ্যেই জেলেদের জালে এ ধরনের বড় মাছ ধরা পড়ে। পদ্মার এ বড় বড় মাছ খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads