• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
চকরিয়ায় আরো ৪০ পরিবারের মাঝে ঘর-দলিল হস্তান্তর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চকরিয়ায় আরো ৪০ পরিবারের মাঝে ঘর-দলিল হস্তান্তর

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ জুলাই ২০২২

মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- এ স্লোগানে দেশের অন্যান্য উপজেলার মতো কক্সবাজারের  চকরিয়া উপজেলায় আরো ৪০ পরিবারকে ঘর, ঘরের চাবি, জমির দলিল ও সৃজিত খতিয়ান বুঝিয়ে দেওয়া হয়েছে। এসব পরিবারের মধ্যে সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতদের ৮ পরিবার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা ভুমি কর্মকর্তা ( এসিল্যান্ড) মো. রাহাত উজ জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসি হক চৌধুরী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

ইতোমধ্যে দুইটি পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৪৩০ টি ও তৃতীয় পর্যায়ের ২১০ টি সহ মোট ৬৪০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। ২১ জুলাই ৪০ পরিবারের মাঝে পূর্ববড়ভেওলা ও ডুলাহাজারা নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো তুলে দিয়ে সর্বমোট ৬৮০ টি ঘর হস্তান্তর করা হলো।
 উল্লেখ্য যে ডুলাহাজারা মালুমঘাট সড়ক দূর্ঘটনায় নিহত ও আহত ৮ পরিবারে মাঝে মুজিববর্ষ ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। পর্যায়ক্রমে যাচাই-বাচাই করে চকরিয়া উপজেলার সকল ভূমিহীন ও গৃহহীন মাঝে ঘর বরাদ্দ দেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads