• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
আখাউড়ায় চোরাই ছাগল বিক্রির অভিযোগে ২ যুবক আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আখাউড়ায় চোরাই ছাগল বিক্রির অভিযোগে ২ যুবক আটক

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জুলাই ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতের আধারে চোরাই ছাগল বিক্রি করতে এসে ২ যুবকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই ছাগল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন- উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের সেকুর মিয়ার ছেলে উদয় মিয়া (২৮) ও সদর উপজেলার ভাদুগর এলাকার মো. সেলিম মিয়ার ছেলে ওয়াসিম (২৭)।

ওয়াসিম বর্তমানে পৌর শহরের দেবগ্রাম এলাকায় ভাড়া বাড়িতে বাস করছেন। রোববার দুপুরে আকটকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে দেবগ্রাম আমতলি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাতে দেবগ্রাম আমতলি এলাকায় ওই দুইজন চোরাইকৃত ৩টি ছাগল বিক্রি করতে নিয়ে আসে। এসময় তারা বিক্রেতার সঙ্গে ছাগলের দরদাম ঠিক করতে কথাবার্তা বলছেন। এরই মধ্যে পুলিশের কাছে চোরাই ছাগল বিক্রির খবরটি চলে আসে। খবর পাওয়া মাত্র পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত এসে ওই দুজনকে হাতে নাতে আটক করেন। এসময় বাকীরা দ্রুত পালিয়ে যায়।

আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার আটক হওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দেবগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাইকৃত ছাগল বিক্রিকালে দুজনকে হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা চোরাইকৃত ৩টি ছাগল উদ্ধার করা হয়েছে। আটক উদয় মিয়ার বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি, চুরি মাদকসহ ১১টি এবং ওয়াসিমের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন. চোরাইকৃত ছাগলের প্রকৃত মালিকের খোঁজ পাওয়া গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads