• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কেরানীগঞ্জে ভাংচুর, লুটপাট ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে ভাংচুর, লুটপাট ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০২ আগস্ট ২০২২

ঢাকার কেরানীগঞ্জ অবৈধ ভাবে ভাংচুর, লুটপাট ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইয়াসিন এর পরিবার। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী স্থানীয় এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ইয়াসিন এর পক্ষে তার মেয়ে শারমিন আক্তার।

এসময় শারমিন বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের শুভাঢ্যা মৌজায় ৯৮ শতাংশ জমি রয়েছে তাদের। যাহা ওয়ারিশ ও ক্রয় সূত্রে আমার বাবার মালিকানা রয়েছে।

তিনি আরো বলেন, পরিতাপের বিষয় ৯৮ শতাংশ জমির মধ্যে মাত্র ৮ শতাংশ জমি আমাদের দখলে রয়েছে। বাকি ৯০ শতাংশ জমি আমার বাবার প্রতিপক্ষ ওয়ারিশদের দখলে রয়েছে। আমার বাবা ও তার ওয়ারিশদের প্রতিকার চাইতে গেলে প্রতিপক্ষ ওয়ারিশ কর্তৃক আমার পরিবার বিভিন্নভাবে অত্যাচার হামলা ও মামলার শিকার হয়েছে। আমার বাবার প্রতিপক্ষ গত ২৩ ও ২৮ জুলাই শনি ও বৃহস্পতিবার আমাদের দখলে থাকা কদমতলী গোলচত্ত্বর আমার বাসার পাশে ১২ শতাংশের টিনসেড ঘর ভাংচুর ও লুটপাট হামলা চালায়। আমরা এতে বাধা দিতে গেলে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো বলেন, হামলায় আমার মা নাসরিন (৪৫),পারভীন (৩৮),আমার ফুফু লুৎফাসহ আরো কয়েকজন আহত হয়।  আমার বাবার প্রতিপক্ষ এনামুল, মোশাররফ, শহিদুল, সাহেল, ওয়াসিম, জসিম এর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, ইয়াসিন, পিন্টু, মোমিন,শরীফ বাসার, শামীমসহ প্রমুখ। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads