• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বগুড়ায় ন্যাশনাল এগ্রিকেয়ারের মতবিনিময় সভা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বগুড়ায় ন্যাশনাল এগ্রিকেয়ারের মতবিনিময় সভা

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ আগস্ট ২০২২

কৃষিভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকেয়ারের (এনএনসি) উদ্যোগে বৃস্পতিবার এক মতবিনিময় সভা প্রতিষ্ঠানের বীজ প্রক্রিয়াজাতকরন কেন্দ্রে (এসপিসি) অনুষ্ঠিত হয়। বগুড়ার কাহালু উপজেলায় গড়ে ওঠা এই অত্যাধুনিক বীজ প্রক্রিয়াজাত কেন্দ্রটি ১৩ একর জায়াগার ওপর গড়ে তোলা হয়েছে। এখানে প্রক্রিয়াজাত করা উচ্চ ফলনশীল ধানবীজ ও জনক রাজ’দেশের উচ্চফলনশীল ধানের মধ্যে অন্যতম।

সংবাদ কর্মীদের সঙ্গে এই মতবিনিময় সভায় ন্যালনাল এগ্রিকেয়ারের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে কৃষি ক্ষেত্রে আরো ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন এনএসসি’এর এমডি ও বগুড়ার  শেরপুরের বালেন্দা গ্রামের ক্রোপ মোজাইক শিল্পকর্ম ও শস্যচিত্রে বঙ্গবন্ধু’জাতীয় কমিটির সদস্য সচিব কেএসএম মোস্তাফিজুর রহমান। বঙ্গবন্ধুর এই শস্য চিত্রটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান লাভ করে।

এনএসি জানায়, দেশের কৃষিভিত্তিক শিল্পে এগিয়ে নিতে নতুন উদ্যোগ নেয়ার জন্য তাদের পরিকল্পনা রয়েছে।

ন্যাশনাল এগ্রিকেয়ারের উচ্চ ফলনশীল বীজ ধান ও জনক রাজ’ কৃষকদের আস্থা অর্জন করায় এটি উচ্চ ফলনশীল ধান বীজ বাজারের বড় অংশ অর্জন করেছে এবং বিঘা প্রতি এর ফলন প্রায় ৪০ মন। বগুড়ার কাহালুর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অত্যাধুনিক প্রযুক্তি ও মনিটরিং ব্যবস্থায়, মানের কারণে দেশের আরো কয়েকটি সুনামধন্য বীজ প্রতিষ্ঠান এখানে তাদের বীজ সংরক্ষন করছে। এছাড়া এই বীজ প্রতিষ্ঠানে বগুড়ার সোনাতলা-সারিয়াকান্দি এলাকার বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে বলে এনএসি জানায়।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, তাঁর সহধর্মীনি শাহানা রহমান, এনএসসি’এর হেড অব বিজনেস আল আমিন প্রমুখ। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ন্যাশনাল এগ্রিকেয়ারের (এনএনসি) এমডি কেএসএম মোস্তাফিজুর রহমান, বগুড়া প্রেসক্লাবের ভবন নির্মান কাজে সহযোগিতায় ৫ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads