• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আখাউড়ায় ডাকাতি প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আখাউড়ায় ডাকাতি প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ আগস্ট ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতি প্রস্তুতিকালে ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তারকে করেছে পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে রামদা, ছুরি, লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।  বৃহস্পতিবার রাতে পৌর শহরের তারাগন এলাকায় ডাকাতি প্রস্তুুতির সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার জাঙ্গাল গ্রামের উবায়দুল হক ভুট্রু মিয়া, টানোয়াপাড়া গ্রামের আমিনুল ইসলাম, গাংভাঙ্গা গ্রামের আল-আমিন, দরুইন গ্রামের ছেলে রায়হান, ও দরুইন গ্রামের ইকরাম চৌধুরী।

পুলিশ জানায়, সংঘবদ্ধ ১০-১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে তারাগন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন সংবাদে এমন খবর আসলে সঙ্গীয় সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় ৫ জন ডাকাত দসস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে রামদা, ছুরি, লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা করে আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads