• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কেরানীগঞ্জে তাজিয়া মিছিল

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে তাজিয়া মিছিল

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ আগস্ট ২০২২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র আশুরা। এ উপলক্ষে ইমামিয়া চিশতিয়া নিজামিয়া দরবার সংঙ্গ এর দরবার থেকে তাজিয়া শোক মিছিল বের হয়।

আজ মঙ্গলবার সকাল ১১টায় শোক মিছিলটি দক্ষিণ কেরানীগঞ্জ শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া আমিনপাড়া দরবার শরীফ চত্বর থেকে বের হয়। মিছিলটি দক্ষিণ কেরানীগঞ্জ থানার খেজুর বাগ, পারগেন্ডারিয়া , মীরেরবাগ, পোস্তগোলা ব্রিজ, শ্যামপুর বাজার প্রদক্ষিণ করে তেল ঘাট দিয়ে ট্রলারযোগে বুড়িগঙ্গা নদীর পাড় হয়ে পুনরায় দরবার শরীফে এসে শেষ হয়। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক এবং মিছিলে নিরাপত্তায় পুলিশের ৮ সদস্য বিশিষ্ট একটি টিম নিয়োজিত ছিল।

মিছিলে নেতৃত্বদেন আমিনপাড়া ইমামীয়া চিশতিয়া নিজামিয়া দরবার শরীফের সভাপতি আনোয়ার আহমেদ শিবলী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত দরবার শরীফের সাধারণ সম্পাদক ও খাদেম শফিকুল ইসলাম বাদল, উপদেষ্টা আরিফ দেওয়ান, হাসনাবাদ এলাকার বিশিষ্ট সমাজ সেবক হাজি মোঃ শরিয়াতুল্লাহ মোল্লাসহ প্রমুখ।

তবে বিগত ২০১৮ ও ২০১৯ সাল থেকে চুনকুটিয়া আমিনপাড়া দরবার শরীফের সভাপতি আনোয়ার আহমেদ শিবলীর নেতৃত্বে ৮ই মহররম কেরানীগঞ্জ মডেল থানায় এবং ১০ই মহরম দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় শোক মিছিল বের করা হয়।

উল্লেখ্য, বিগত ২ বছর করোনা মহামারীর কারনে পবিত্র আশুরা উপলক্ষে কোন প্রকার আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads