• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করছেন উপজেলা প্রশাসন।

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ আগস্ট ২০২২

আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোকদিবস পালন করা হয়েছে। সরকারি-বেসরকারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহন করেছে। এছাড়াও আওয়ামীলীগ ও তাদের অঙ্গপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন নানা অনুষ্ঠান পালন করে।

সোমবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের ব্যানারে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নারগিস বেগম, নির্বাহী অফিসার মো. ইশরাত জাহান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল ইসলাম, সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজননৈতিক ব্যক্তিবর্গ। পরে অন্যান্য সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের এই রাতে ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় রচিত হয়। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ৪৭ বছর আগে এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বাংলাদেশের স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল নরপিশাচরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads