• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
এখন থেকে তারা সাইকেল চালিয়ে স্কুলে যাবে

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

এখন থেকে তারা সাইকেল চালিয়ে স্কুলে যাবে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ আগস্ট ২০২২

আবু হাসান শেখ, কিশোরগঞ্জ (নীলফামারী)

মেঠো পথ, দূর দূরান্ত থেকে হেটে হেটে স্কুলে যেত শিক্ষার্থীরা। এ রকম ১ শ’ শিক্ষার্থী এখন থেকে বাইসাইকেল চালিয়ে স্কুলে যাবে। তারা পড়াশুনায় আরও মনোযোগী হবে। মেয়েরা আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা ও সাহসী হবে এ প্রত্যয়ে আজ মঙ্গলবার বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই উচ্চ বিদ্যালয় মাঠে ১০০ শিক্ষার্থীর হাতে বাই সাইকেল তুলে দেয়া হয়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বাই সাইকেল শিক্ষার্থীদের হাতে তুলে দেন প্রধান অতিথি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই বাইসাইকেল চালিয়ে মেয়েরা এখন থেকে স্কুলে যাবে। এটি তাদের সাহস ও মনোবল বাড়াতে সক্ষম হবে। মেয়েরা আরও এগিয়ে যাবে। দেশ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতেও তারা আরও সক্ষম হবে। সে প্রয়াসে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আগামীতে স্থানীয় পর্যায়ে এরকম উদ্যোগ নেয়ারও আহ্বান জানান তিনি।

নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. মাসুদ সাদিক, জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম সচিব ঈদতাজুল ইসলাম, নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল মোহাম্মদ সারোআর আলম, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়।

উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.টি.এম নুরল আমীন শাহ্, নিতাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আছাদুল আরেফিন চৌধুরী, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।

জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এ বাইসাইকেল গুলো বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads