• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

প্রতীকী ছবি

সারা দেশ

বজ্রপাতে বিদ্যালয়ের ৩০টি ফ্যানসহ টিভি ল্যাপটপ নষ্ট

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ সেপ্টেম্বর ২০২২

গাজীপুরের শ্রীপুরে বিকট শব্দের এক বজ্রপাতে বিদ্যালয়ের ৩০টি বৈদ্যুতিক (পাখা) ফ্যানসহ টিভি ল্যাপটপ সিসি ক্যামেরা নষ্ট হয়ে গেছে। আজ মঙ্গলবার দুপুরে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতের শব্দে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। দুপুরের আগে একটু ভারি বৃষ্টি হওয়ার পর বৃষ্টি থেমে যায়। এর কিছু সময় পরেই বিকট শব্দে একটি বজ্রপাত ঘটে। বজ্রপাতের শব্দে সবার কানে তালি লেগে যায়। এ সময় অনেকে আতঙ্কিত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। বজ্রপাতে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরপর চোখে পড়ে প্রায় সব ক্লাশেই বৈদ্যুতিক পাখা ঘুরছে না। পরে জানতে পারি পাখাগুলো নষ্ট হয়ে গেছে বজ্রপাতে। এ সময় স্কুলের আরও কিছু বিদ্যুতের বাতি সিসি ক্যামেরা, টিভি ও ল্যাপটপ নষ্ট হয়ে গেছে।

শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, দুপুর সাড়ে বারোটার দিকে বিকট শব্দে একটি বজ্রপাত ঘটে। পরে বিদ্যালয়ের দক্ষিণ পাশের অডিটরিয়াম ভবন ও ভোকেশনাল ভবনসহ আশপাশের বেশ কটি শ্রেণি কক্ষের অন্তত ৩০ টি বৈদ্যুতিক পাখা নষ্ট হয়ে যায়। পরে খোঁজ নিয়ে আরও জানতে পারি একটি ল্যাপটপ, চারটি সিসি ক্যামেরা, ক্যামেরা রাউটার ও একটি টিভি নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, বজ্রপাতে শিক্ষার্থীদের মাঝে ভয় ঢুকে পড়ে। শিক্ষকরাও ভয়ে আতকে উঠেন। এ সময় বিভিন্ন শ্রেণি কক্ষে ক্লাশ চলছিল। বেশ কিছু সময় পর সবাই স্বাভাবিক ভাবে ক্লাশে ফিরে যায়। তবে বিদ্যুতের অভাবে বিভিন্ন ক্লাশ রুমে অন্ধকার নেমে আসে।

শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জহিরুল হক মণ্ডল বাচ্চু জানান, দুপুরে বিকট শব্দে একটি বজ্রপাত ঘটলে বিদ্যালয়ের ফ্যান টিভিসহ বেশ কিছু সামগ্রী নষ্ট হয়ে যায়। তিনি বলেন এ বজ্রপাতে অন্তত তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বিদ্যালয়ের। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে সব ক্লাশ রুমে আবারও বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করে নেব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads