• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
নাটোরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিনিধি পাঠানো ছবি

সারা দেশ

নাটোরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০২২

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’- এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও সমবায় বিভাগও সমবাীদের যৌথ উদ্যোগে আয়োজিত দিবসটি উপলক্ষে কালেক্টরেট ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কারেক্টরেট ভবন চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে।


পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, জেলা সমবায় কর্মকর্তা হোসেন শহীদ সহ অন্যান্যরা।


বক্তারা বলেন, দেশের কৃষিসহ অন্যান্য উৎপাদনে বিনিয়োগ, উৎপাদিত পণ্যের বিপনন ও ন্যায্য মূল্য প্রাপ্তি, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠির জীবনমানের উন্নয়নে সমবায় খুবই কার্যকরী একটি পদ্ধতি। বর্তমান সরকারের ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠনের কাংখিত লক্ষ্যে পৌঁছাতে সমবায় আন্দোলনকে বেগবান করতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads