• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

সারা দেশ

কেরানীগঞ্জে নিরাপদ খাদ্য নিরাপত্তা জনসচেতনতা মূলক বিষয়ক সেমিনার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৪ জানুয়ারি ২০২৩

মোঃ এরশাদ হোসেন, কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে নিরাপদ খাদ্য নিরাপত্তা জনসচেতনতা মূলক বিষয়ক জনপ্রতিনিধিদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
০৪ জানুয়ারী বুধবার বেলা ১২ টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন এর সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ ঢাকা জেলার কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য নিরাপত্তা কতৃপক্ষ (খাদ্য মন্ত্রনালয়) এর চেয়ারম্যান মোঃ আব্দুল কাইউম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, উপজেলা চেয়ারম্যানের একান্ত সেক্রেটারী মোঃ তোফায়েল আহমেদ, উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোসাঃ রওশন আরা, উপজেলা ফড ইন্সপেক্টর মোঃ শাহিনুর ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা,উপজেলা কৃষি অফিসার শহীদুল আমীন। এছাড়া জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ ইকবাল হোসেন, আগানগর ইউপি চেয়ারম্যান হাজি মোঃ জাহাঙ্গীর শাহ খুশি,তারানগর ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন ফারুকসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও স্থানীয় গনমাধ্যমের সাংবাদিকরা এ সেমিনারে অংশ গ্রহন করে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নিরাপদ খাদ্য নিরাপত্তা কতৃপক্ষের চেয়ারম্যান বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রতিটি পাড়ামহল্লায় নিরাপদ খাদ্য বিষয়ে নিরাপত্তা বৃদ্ধির লক্ষে ব্যবসায়ী সুশিল ব্যক্তিদের নিয়ে আরো জনসচেনতামূলক সভা সেমিনার করতে হবে। তিনি আরো বলেন নিরাপদ খাদ্য নিরাপত্তায় সবাইকে এগিয়ে আসতে হবে । তিনি সকলের সচেতনার বৃদ্ধির সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads