• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

সারা দেশ

নওগাঁর সর্বনিম্ম তাপমাত্রা ৭.২ডিগ্রি  

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ জানুয়ারি ২০২৩

এম এ রাজ্জাক নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় দুই সপ্তাহের বেশি সময় ধরে বয়ে যাওয়া মৃদু শৈতপ্রবাহের পর তাপমাত্রা কমে গতকাল মঙ্গলবার থেকে বয়ে যাচ্ছে মাঝারী শৈতপ্রবাহ। গতকাল বুধবারের চেয়ে তাপমাত্রা ৪ডিগ্রি কমে আজ বৃহস্পতিবার সর্বনিম্ম তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ৭.২ডিগ্রি সেলসিয়াস। তেমন ঘন কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুন। দিনের কিছু সময় নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও কোন প্রভাব পড়ছে না শীতের তীব্রতা কমতে। কনকনে শীতে বাহিরে বের হতে পারছে না দিনমজুর, খেটে খাওয়া, ভাসমান ও ছিন্নমূল মানুষরা। যার কারণে আয় কমে যাওয়ায় অনেকটা কষ্টে দিনানিপাত করতে হচ্ছে এই সব মানুষদের। অপরদিকে জেলার ১১টি উপজেলার শীতার্ত মানুষদের মাঝে সরকারি ভাবে শীতবস্ত্র বিতরন করা হলেও তা প্রয়োজনের চাইতে অনেক কম বলে জানিয়েছে শীতার্ত মানুষরা। নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান আজ বৃহস্পতিবার সকালে তাপমাত্রা কমে সর্বনিম্ম তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ৭.২ডিগ্রি সেলিসিয়াস। তবে আগামীতে এই তাপমাত্রা আরো কমতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads