• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

সারা দেশ

চাঁদা না দেওয়ায় লক্ষ্মীপুর যমুনা বাস কাউন্টার বন্ধ ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ ফেব্রুয়ারি ২০২৩

মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর প্রতিনিধি:
চাঁদার দাবিতে লক্ষ্মীপুর টু ফেনী রুটে যমুনা বাস সার্ভিস এর কাউন্টার বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি ও তার ভাই আওয়ামীলীগ নেতা রাকিব পাটোয়ারীর বিরুদ্ধে।
আজ বুধবার ৮ ফেব্রুয়ারি সকালে লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনালে এক মানববন্ধন থেকে এই অভিযোগ করেন বাস শ্রমিক নেতারা।
মানববন্ধনে শ্রমিক সংগঠনের সভাপতি শাহাব উদ্দিন খোকন, সহ-সম্পাদক একরামুল হক ও শ্রমিক নেতা মো: বাহার অভিযোগ করে বলেন, রাকিব পাটোয়ারী প্রতিমাসে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে ব্যানার মালিকের কাছে। টাকা না দেওয়ায় লক্ষ্মীপুর বাস টার্মিনাল থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত পাঁচটি কাউন্টারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং গতকাল চন্দ্রগঞ্জ থেকে যাত্রী উঠালে বাস হেলপার এবং স্টাফ কে নির্যাতন করে সন্ত্রাসীরা। তারই প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে যমুনা হাই ডিলাক্স ট্রান্সপোর্ট লিঃ এর প্রায় দুই শতাধিক শ্রমিক অংশ নেয়।
এ বিষয়ে যমুনা হাই ডিলাক্স ট্রান্সপোর্ট লিঃ এর চেয়ারম্যান আবুল কাশেম মিলন বাদী হয়ে সাইফুল ইসলাম রকি ও তার ভাই আওয়ামীলীগ নেতা রাকিব পাটোয়ারীর বিরুদ্ধে লক্ষ্মীপুর পুলিশ সুপার বরাবর অভিযোগ দেন

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads