• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

সারা দেশ

ফকিরহাট থেকে চুরি হওয়া শিশুটি খুলনা থেকে উদ্ধার হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ মার্চ ২০২৩

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া—মাইট কুমড়া এলাকায় বাবা—মায়ের কোল থেকে চুরি হওয়া সাজিদ ফারাজী নামের তিন মাসের শিশু সন্তানকে প্রায় ২২ঘন্টা পর খুলনা থেকে উদ্ধার হয়েছে।
পুলিশ ও শিশুর পরিবার জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শিশুটিকে খুলনার মৌলভীপাড়ার একটি মসজিদের সামনে পরিত্যাক্ত জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শিশুটিকে কে বা কাহারা একটি পলিথিন ব্যাগে মূখ বাইরে রেখে ফেলে রেখে যায়। যাওয়ার সময় ওই শিশুর পরিবারের দুটি মোবাইল নাম্বার কাগজে লিখে রেখে যায়। শিশুটির কান্নার শব্দে দেখতে পেয়ে পথচারীরা শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটির কাছে ফেলে রাখা কাগেজের মোবাইল নাম্বারে কল দিয়ে বিষয়টি জানান পথচারীরা। খবর পেয়ে শিশুটির পরিবার সেখানে উপস্থিত হয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতায় শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছেন বলে পরিবার জানান।
শুক্রবার (১৭ মার্চ) ভোর রাতে উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া—মাইট কুমড়া গ্রামের কৃষক আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পত্তির তিন মাসের ছেলে সাজিদ ফারাজীকে ঘুমন্ত বাবা মায়ের কোল থেকে কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। হফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান টুরি হওয়া শিশুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads