• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সিংগাইরে স্বপ্নের ঘর পেলো ১৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ মার্চ ২০২৩

সাইফুল ইসলাম সিংগাইর প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় মানিকগঞ্জের সিংগাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২ শতাংশ জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর এ উদ্বোধন প্রত্যক্ষভাবে উপভোগ করার জন্য সিংগাইর উপজেলা চত্বরে উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান (হান্নান) ও উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, সহকারি কমিশনার (ভূমি) জালাল উদ্দিন, চান্দহর ইউনিয়ন সহকারি কমিশনার (ভূমি) আব্দুস সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান আ. মাজিদ খান, শওকত হোসেন বাদল, উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারন সম্পাদক সাইদুর রহমান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ অন্যান্য সাংবাদিক ও সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে স্থানীয় ভূমিহীন ও গৃহহীনদের জন্য বরাদ্দকৃত ১৬৬টি ঘর উপকারভোগী পরিবারের অনুকূলে জমির সমস্ত কাগজপত্রসহ হস্তান্তর করেন।
প্রতিটি গৃহে ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং রঙিন টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি কক্ষ, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে ছিন্নমূল ও ভূমিহীন পরিবারের তথ্য উপজেলা ভূমি অফিস থেকে যাচাই করে নিশ্চিত হওয়ার পরেই সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন।
তিনি আরো বলেন, যাদেরকে ঘর ও জায়গা দেয়া হচ্ছে তাদের প্রত্যেকের নামেই দলিলে রেজিস্ট্রি মাধ্যমে জমির নামজারি ও সমস্ত কাগজপত্র জায়গা ও ঘর বুঝিয়ে দেয়া হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads