• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ভাঙ্গায় "কৃষি বিষয়ক অ্যাপস" বিতরণ উদ্বোধন : কৃষিতে ব্যাপক সফলতার হাতছানি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ জুলাই ২০২৩

মোঃ সরোয়ার হোসেন,ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে "কৃষি বিষয়ক অ্যাপস বিতরণ " অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ডা কাজী আবু ইউসুফ স্টেডিয়াম চত্বরে এক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন,উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান ,উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন। উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা জীবাংশু দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলাম, নানা শ্রেনী পেশার লোকজন।
উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের মাঝে অ্যাপস বিতরণ করা হয়।
এ ব্যাপারে কৃষি কর্মকর্তা জীবাংসু দাস বলেন,কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে যেগুলো সম্পর্কে কৃষকদের ভালো ধারণা নাই। কৃষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা কোনো না কোনোভাবে মাঠ ফসল উৎপাদন ও ছাদ কৃষির সাথে জড়িত তাদের মাঝে বিভিন্ন অ্যাপস বিতরণের মাধ্যমে আমাদের সেবাকে সম্প্রসারিত করতে চাই। এসব অ্যাপস এর মাধ্যমে যে কেউ ফসল উৎপাদন, বালাই ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা, কৃষি আবহাওয়া সম্পর্কে সহজেই ধারণা পেতে পারেন। ১৪৩০ বঙ্গাব্দে উপজেলায় কমপক্ষে পাঁচ হাজার (৫০০০)মানুষের মাঝে এসব অ্যাপস বিতরণ করা হবে। স্মার্ট কৃষি তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads