এস.এম.নুরুজ্জামান,মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রধান শিক্ষককে মুঠোফোনে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষক সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জানাগেছে, উপজেলার মহিষালোহা জব্বারিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমিন উদ্দিনকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেন উপজেলার ফুকুরহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন।
গত ২৪ সেপ্টেম্বর প্রধান শিক্ষককে আমিন উদ্দিনকে ০১৬১১৮৮৫৯৬৮ নম্বর থেকে ফোন করে বলেন আপনি আমাকে চেনেন না। আমি শামীম বলছি। প্রধান শিক্ষকের অবস্থান বারবার জানতে চেয়ে মানিকগঞ্জ খুজতে যায়। পরে সেখানে না পেয়ে পুনরায় অবস্থান জানতে চায়। অবস্থান জানালে পরে সেখানে গিয়ে না পেয়ে উত্তেজিত হয়ে বলে আপনি যেখানে আছেন ওই জায়গায় থাকেন। আপনার সাথে বুঝাপড়া আছে আপনাকে দেখে নেবো?এ কথা শুনে প্রধান শিক্ষক প্রাণের ভয়ে বাড়ি চলে যায়। একই দিন সন্ধ্যায় পুনরায় প্রধান শিক্ষককে ফোন দিয়ে বলে তার পছন্দের প্রার্থীকে নৈশপহরী পদে নিয়োগ না দিলে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ডুকতে দিবে না।
মহিষালোহা জব্বারিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমিন উদ্দিন বলেন, মোবাইল ফোনে কয়েক দফা ফোন করে শামীম আমাকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়েছে। তার দ্বারা ভবিষ্যতে আরো বড় ধরনের ক্ষতির আশংকা থাকায় থানায় সাধারন ডায়েরী করেছি। বর্তমানে আমি এবং আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছি।
অভিযুক্ত যুবলীগ নেতা শামীম হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রধান শিক্ষকের বাড়ি কোথায়,আমি তো উনাকে চিনি না। আমি কোন শিক্ষককে হুমকি দেইনি। আমি বুঝতেছি না আমাকে নিয়ে কেন জানি ষড়ষন্ত্র করা হচ্ছে।
এবিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান, প্রধান শিক্ষকের একটি সাধারণ ডায়েরি করেছে। তাদের স্কুলের নিয়োগ বিষয়ে ঝামেলা হচ্ছে। হুমকির বিষয়ে তদন্ত চলছে। সত্যতা পেলে হুমকি দাতার বিরুদ্ধে আইনুনগ ব্যবস্থা নেয়া হবে।