• শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪২৭

সারা দেশ

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন কেইউজে’র

  • খুলনা প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০২৩

খুলনা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা, দোয়া ও কেক কাটার মাধ্যমে জন্মদিন উদযাপন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।

শুক্রবার সকাল ১০ টায় ইউনিয়নের উদ্যোগে প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা করা হয়। পরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ও কেক কাটা হয়।

কেইউজে'র সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার।

এ সময় অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দিলিপ বর্মণ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম, সাংবাদিক এস এম নূর হাসান জনি, দিলরুবা ইয়াসমিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ সেলিম, দেবব্রত রায়, বাহারুল ইসলাম, মেহেদী মাসুদ খান, আব্দুস সাত্তার, সাগর সরকার, রীতা রানী দাস, হাসানুর রহমান তানজির, মেহেদী হাসান, পলাশ চন্দ্র ঢালি, আমিরুল ইসলাম বাবু, একরামুল কবির লিপু, ফকির গোলাম রসুল, জাহাঙ্গীর আলম রায়হান, মো. মিজানুর রহমান, উজ্জল রায়, রায়হান মোল্যা, ইলিয়াস হোসেন লাবু, বিধান চন্দ্র রায়, মিরাজুল হক, ইবনুল হাসান, মোস্তাফিজুর রহমান, বেনজীর হোসেন, শশাংক স্বর্ণকার প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads