• শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪২৭

সারা দেশ

এতিম শিশুদের মাঝে এমপি মমতাজের খাবার বিতরণ

  • ''
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০২৩

এস.এম.নুরুজ্জামান,মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খানবানিয়াড়া তা’লিমুল কোরআন মাদরাসা ও এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।


এসময় জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু মনোরঞ্জন ঘোষ,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুর রহমান, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানোয়ার হোসেন, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ কহিনুর ইসলাম সানি, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক সাইদুর রহমান পিয়াদা, মাদ্রাসার পরিচালক আলমগীর হোসেন রাশেদীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মি এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফেরাত কামনায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads