• রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪২৯

সারা দেশ

নওগাঁর মান্দায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

  • ''
  • প্রকাশিত ০৪ সেপ্টেম্বর ২০২৪

নওগাঁ প্রতিনিধি:

প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়াসহ বিভিন্ন ভিত্তিহীন মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ মান্দা উপজেলা পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বল।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় কুসুম্বা মসজিদ মোড়ে সিমানা কফি হাউজে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থীরা সরকার পতনের পর জোগসাজস করে, কিছু সন্ত্রাসীকে অফিসে পাঠিয়ে দেয়। তারা আমার অফিস কক্ষে এসে সন্ত্রাসী কায়দায় চাপ সৃষ্টি করে প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেয়।

কিন্তু সেটির আইনগত বৈধতা না পাওয়ায় ইউপি সদস্যদের মাধ্যমে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ও ভিত্তিহীন কিছু অভিযোগ করে চলেছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। আমার বিরুদ্ধে যে-সকল অভিযোগ করা হয়েছে। সেসব প্রকল্পের অধিকাংশ পিআইসি অভিযোগকারী ইউপি সদস্যরায়। তারা অন্যের প্ররোচনায় পড়ে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করতেছে। বর্তমানে আমি স্বাধীনভাবে চলাফেলা করতে পারছি না এবং প্রাণনাশের হুমকিতে আছি। আমি ইউনিয়ানবাসী সহ প্রশাসন ও সচেতন মহলের সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads