• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

১০৬ রানের জুটি গড়েন তামিম ও সাকিব

ক্রিকেট

বোলারদের ব্যাটে দুইশ পেরুল বাংলাদেশ

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ জানুয়ারি ২০১৮

ভালো জুটির পর ছন্দপতন। তামিম-সাকিবের ১০৬ রানের জুটির ভাঙ্গার পর আর দাঁড়াতে পারেননি কেউ। ১১২ রানে দ্বিতীয় উইকেট পতনের পর তৃতীয়টি পড়ে ১৪৭ রানে। এরপর হঠাৎ বিপর্যয়। ১৭০ রান তুলতেই নেই ৮ উইকেট! সেখান থেকে দলের রান দুইশ পেরুনোর কৃতিত্ব লোয়ার অর্ডারের তিন বোলারের।

সানজামুল ইসলামের ১৯, মোস্তাফিজুর রহমানের ক্যারিয়ার সেরা ১৮* ও রুবেল হোসেনের ৮* রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ২১৬ রান তুলে বাংলাদেশ। সবচেয়ে বড় কথা নিজেদের ইনিংসে শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার খেলতে পেরেছে টাইগাররা। মাঝের ওই ব্যাটিং বিপর্যয়ে পুরো ওভার খেলা নিয়েই সংশয় দেখা দিয়েছিল!

তামিম সর্বোচ্চ ৭৬ ও সাকিব ৫১ রান করে আউট হয়েছেন। এছাড়া মুশফিকুর রহিম করেছেন ১৮ রান।

এর আগে ত্রিদেশীয় সিরিজে টানা তৃতীয় ম্যাচে কয়েন-যুদ্ধে জিতে জিম্বাবুয়েকে ফিল্ডিংয়ে পাঠান মাশরাফি। প্রথম উইকেট দ্রুত পড়লেও এরপর ক্রিজে জমে যান দুই বন্ধু তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তবে খুব ধীর গতিতে এগোয় রানের চাকা।

দীর্ঘ বাউন্ডারি বিরতির পর একটি চার মেরে সাকিব হাফ সেঞ্চুরি পুরণ করলেও এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ওয়ানডেতে ছয় হাজার রান পূরণ ও এক মাঠে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বিদায় নেন তামিমও।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads