• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ব্যথায় কাতর তাসকিন

পেসার তাসকিন আহমেদ

সংরক্ষিত ছবি

ক্রিকেট

ব্যথায় কাতর তাসকিন

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৪ মে ২০১৮

ইনজুরি পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি। নিয়মিত বোলিং-ফিল্ডিং করছেন। পুরোপুরি সুস্থ না হওয়ায় আফগান সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াডে নেই পেসার তাসকিন আহমেদ। এমন অবস্থায় নতুন চোটে পড়েছেন তাসকিন। পিঠের ব্যথায় কাতর তিনি। ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছেন তাসকিন। যেখানে তিনি উল্লেখ করেছেন, ‘পিঠে এতটা ব্যথা যে বিছানা থেকেও নামতে পারছি না।’

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী তাসকিনের ব্যথা প্রসঙ্গে বলেছেন, ‘তাসকিনের পিঠের চোটটা ডিস্ক সম্পর্কিত। বড় সমস্যা হচ্ছে এটা নিয়ে কিছু অনুমান করা যায় না। আজ ভালো তো কাল বা পরশু কী হবে আমরা অনুমান করতে পারি না। দেখা যাচ্ছে দুই-তিন দিন ভালো অনুশীলন করেছে, তৃতীয়-চতুর্থ দিনে ব্যথা বেড়ে গেছে। ওর যেটা হয়েছে, দুই-তিন দিন খুব ভালো অনুশীলন করেছে, বোলিং করেছে। বাসায় গিয়ে আবার ব্যথা বেড়ে গেছে। ডিস্কের সমস্যা এমনই। এ ধরনের চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে দীর্ঘ সময়ের জন্য পরিকল্পনা করতে অসুবিধা হয়ে যায়। তাকে নিয়ে কোচের দীর্ঘমেয়াদে পরিকল্পনা করা কঠিন।’

এখন কী করণীয়? দেবাশিষ জানান, ‘শুধু ফিজিওথেরাপি বা রিহ্যাবেও এটা ভালো হচ্ছে না। আমাদের এ দুটির মাঝামাঝি কিছু করতে হবে। সেটা হতে পারে ইনজেকশন। দু-এক দিনের মধ্যে একটা ইনজেকশন দেব। এটা মেরুদণ্ডের মধ্যে দিতে হবে। এটা আন্দাজে দেওয়া যায় না। দিতে হলে আলাদা ব্যবস্থা থাকতে হবে।’

সব মিলিয়ে তাসকিনের অবস্থা বেশ গুরুতরই বলা যায়। উইন্ডিজ সফরেও দলে তিনি থাকছেন না, তা অনুমিত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads