• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বঙ্গবন্ধুকে তামিম-সাকিবদের শ্রদ্ধা

সংগৃহীত ছবি

ক্রিকেট

বঙ্গবন্ধুকে তামিম-সাকিবদের শ্রদ্ধা

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ মার্চ ২০২১

স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে স্মরণ করেছেন ক্রিকেটাররাও। তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে। সেখানে থেকেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বিসিবির মাধ্যমে এক ভিডিওবার্তায় তামিম বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

এর পরেই তামিম আরো যোগ করে বলেছেন, ‘তিনি (বঙ্গবন্ধু) স্বপ্ন দেখতেন, বাংলাদেশ একদিন খেলাধুলার মাধ্যমে সারা বিশ্বে পরিচিত হবে। আজকের এই বিশেষ দিনে বাংলাদেশের সব ক্রীড়াবিদের জন্য আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা ও শুভকামনা।’

এদিকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও জাতির পিতাকে স্মরণ করেছেন এভাবে, ‘ধ্বংসস্তূপ থেকে একটি জাতিকে সাহস জুগিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে স্বাধীন করার যে  ইতিহাস আপনি রচনা করেছেন, তা বাঙালি জাতি স্মরণ করবে অনন্তকাল। শুভ জন্মদিন স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

একইভাবে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। তিনি বলেছেন, ‘আপনার কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। যত যাই হোক না কেন, নিজেদের সেরাটা দিতে আমরা উদ্গ্রীব থাকি সব সময়। আপনার সুদূরপ্রসারী চিন্তা আমাদের দেয় আরো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের দেশ ও পতাকার মর্যাদা সমুন্নত রাখা ছিল আপনার লক্ষ্য, আজ সেটা আমাদেরও লক্ষ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে রইল বিনম্র শ্রদ্ধা।’

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বুধবার নানা কর্মসূচি ছিল ক্রীড়াঙ্গনে। জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন ভিন্ন ভিন্নভাবে কর্মসূচি পালন করে। এ ছাড়া মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবার পালিত হতে যাচ্ছে টানা ১০ দিনের অনুষ্ঠান। যাতে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিদেশি অতিথিরা অংশ নেবেন। ‘মুজিব চিরন্তন’ শিরোনামে ১০ দিনের এই অনুষ্ঠান চলবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads