• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
‘ফিটনেস ঠিক রাখার চেষ্টায়’

সংগৃহীত ছবি

ক্রিকেট

‘ফিটনেস ঠিক রাখার চেষ্টায়’

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০২১

গত বছরের মার্চে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত কেন্দ্রীয় টেস্ট চুক্তিতে ছিলেন না মাহমুদউল্লাহ। তাই জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজে সিরিজের পর শ্রীলঙ্কা সিরিজেও এই ফরম্যাটে উপেক্ষিত বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। যদিও ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু নিউজিল্যান্ড সিরিজ পাওয়া চোট থেকে পুরোপুরি ফিট না হওয়াতে শেষ পর্যন্ত আর সুযোগ হয়নি মাহমুদউল্লাহর।

শনিবার বিকেলে নিজের ফেসবুকে পেজে একটি ভিডিও পোস্ট করেছেন মাহমুদউল্লাহ। সেখানে এই অলরাউন্ডারকে ট্রেডমিলে দৌড়াতে দেখা গেছে। আগামী মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে খেলতে হবে, তারই প্রস্তুতি চলছে। নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে রোজা রেখেই ফিটনেস ঠিক রাখছেন টি-টোয়েন্টি অধিনায়ক।

নিউজিল্যান্ড সফরে পাওয়া চোট কাটিয়ে অনেকটাই সুস্থ মাহমুদউল্লাহ। ফেসবুকে দৌড়ানোর ভিডিও পোস্ট করলেও ক্যাপশন দিয়েছেন ভিন্ন। রমজানের ফজিলত তুলে ধরে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। রমজান মাস অনেক বরকতময়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন এবং সব রোজাদারের রোজা সহজ করে দিন। আমিন। ভালো কাজ করি, সবাই সবার জন্য মন থেকে দোয়া করি...।’

টেস্টের সর্বশেষ ৮ ইনিংসে মাহমুদউল্লাহর সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৩৯, কলকাতায় ভারতের বিপক্ষে। আর পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে নাসিম শাহর হ্যাটট্রিক বলের সামনে যেভাবে স্লিপে ক্যাচ দিয়েছিলেন, তা রীতিমতো দৃষ্টিকটু। এর পরই গত মার্চে বিসিবি লাল বলের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম কেটে দেয় মাহমুদউল্লাহর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads