• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বিশ্বকাপ নিয়ে শঙ্কা

সংগৃহীত ছবি

ক্রিকেট

বিশ্বকাপ নিয়ে শঙ্কা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১১ মে ২০২১

নিজেদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দাঁড় করালেও আইপিএলের বাকি অংশ যে ভারতে আয়োজন সম্ভব নয়, তা জানিয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলী। এর চেয়েও বড় চিন্তা আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা নিয়ে।

করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসরটির বাকি অংশ এবার যে আর আয়োজন করা সম্ভব হবে না, আইপিএল সংশ্লিষ্ট অনেকেই তা জানিয়েছেন। এবার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সভাপতি (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলীও তাই জানালেন। কেবল আইপিএল নিয়েই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন দেশটির অন্যতম সফল এই অধিনায়ক।

যদিও করোনার মাঝেই আইপিএল আয়োজন ঠিক সিদ্ধান্ত ছিল বলেই এরআগে জানিয়েছিলেন গাঙ্গুলী। একই প্রশ্ন আবারো করা হয়েছিল বিসিসিআই সভাপতিকে। উত্তরে তিনিও আগের কথা জানিয়েছেন। উদাহরণ হিসেবে টেনেছেন ইংলিশ প্রিমিয়ার লিগসহ ইউরোপের অন্য লিগগুলোর কথা। ভারতের ভয়াবহ করোনা অবস্থার মাঝেই আইপিএল চালিয়ে নেওয়ার পক্ষে বলতে গিয়ে অন্য লিগে খেলোয়াড়দের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি উল্লেখ করেন গাঙ্গুলী। তার মতে, ইংলিশ লিগসহ ইউরোপের অন্যান্য লিগে ফুটবলাররা আক্রান্ত হওয়ার পরও লিগ বন্ধ হয়নি। এদিক থেকে বিসিসিআই-ই বেশি সংবেদনশীলতার প্রমাণ দিয়েছে। কারণ ক্রিকেটারদের করোনা আক্রান্তের খবরের পরই স্থগিত করা হয়েছে আইপিএল।

নিজেদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দাঁড় করালেও আইপিএলের বাকি অংশ যে ভারতে আয়োজন সম্ভব নয়, তা জানিয়ে দিয়েছেন গাঙ্গুলী। এর চেয়েও বড় চিন্তা আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা নিয়ে। এই মুহূর্তে কোনো ধরনের বড় টুর্নামেন্ট ভারতে আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন গাঙ্গুলী।

বিসিসিআই বস বলেন, গত মৌসুমে দুবাইয়ে আইপিএল আয়োজন করা খুব কঠিন কাজ ছিল। ভারতে ঘরোয়া ক্রিকেট আয়োজন করতে গিয়েও অনেক ঝামেলায় পড়তে হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে আরও এলোমেলো হয়ে গেছে সবকিছু। সবাই বুঝতে পারছে ক্রিকেট আয়োজন এখন কতটা কঠিন। করোনা না গেলে যেকোনো ধরনের ক্রিকেট আয়োজনই কঠিন হয়ে পড়বে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র পাঁচ মাস বাকি আছে। কাউন্টির কয়েকটি দল আইপিএলের বাকি অংশ আয়োজনের প্রস্তাব দিলেও সেটার কোনো সম্ভাবনা দেখছেন না গাঙ্গুলী। তার ভাষায়, খুবই ব্যস্ত সূচি। এর মধ্যে আইপিএলের বাকি অংশ কীভাবে আয়োজিত হবে! বাকি অংশ ইংল্যান্ডে হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইংল্যান্ড সফরের পর শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। কোয়ারেন্টিনের নিয়ম সব দেশেই খুব কড়া। আমি জানি না আইপিএলের বাকি অংশ আয়োজনের সুযোগ আমরা আর পাব কি না!

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads