• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
জৈব সুরক্ষা বলয়ের অপেক্ষা

সংগৃহীত ছবি

ক্রিকেট

জৈব সুরক্ষা বলয়ের অপেক্ষা

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ মে ২০২১

দুয়ারে ওয়ানডে সিরিজ। অপেক্ষায় দুই দল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। লঙ্কান টিম এই মুহূর্তে আছে কোয়ারেন্টাইনে। প্রথম দফা করোনা টেস্ট করা হয়েছে দুই দলেরই। সুখবর, দুই দলের সবাই নেগেটিভ। এবার অপেক্ষা দ্বিতীয় টেস্টের রেজাল্টের জন্য। সেখানে নেগেটিভ আসা ক্রিকেটাররাই ঢুকে পড়বেন জৈব সুরক্ষা বলয়ে। তখন প্র্যাকটিসে আর বাধা থাকবে না। সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দল কোয়ারেন্টাইন করছে রাজধানীর সোনারগাঁ প্যান প্যাসিফিক হোটেলে। আজ থেকে একই হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবে বাংলাদেশ ক্রিকেট দলও।

তার আগে হবে দুই দফা কোভিড ১৯ টেস্ট। যার প্রথম ভাগ সম্পন্ন হয়েছে গত রোববার। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী গতকাল জানান, সোমবার ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফ মিলে শনি ও রোববার মোট ৩১ জনের কোভিড-১৯ টেস্ট করানো হয়েছে এবং আশার খবর সেখানে সবাই করোনা নেগেটিভ। কারো পজিটিভ নেই।

গতকাল করা হয় দ্বিতীয় টেস্ট। সেটার রেজাল্ট পাওয়া যাবে আজই। দ্বিতীয় ও শেষ টেস্টে নেগেটিভরা জৈব সুরক্ষা বলয়ের ভেতরে থাকবেন। দেবাশিষ জানিয়েছেন, শেষ টেস্টে পজিটিভ হওয়া সবাই মঙ্গলবার শেরে বাংলায় প্র্যাকটিসে অংশ নেবেন এবং তারপর হোটেলে গিয়ে উঠবেন।

অন্যদিকে ওয়ানডে সুপার লিগের ম্যাচ খেলতে ৩১ সদস্যের বিশাল বহর নিয়ে বাংলাদেশে পা রেখেছে শ্রীলঙ্কা। বিধি অনুসারে এর পর থেকেই তারা হোটেল কোয়ারেন্টাইন পালন করছে। তবে তিন দিনের রুম কোয়ারেন্টাইনের আগে প্রথমবারের মতো করোনা পরীক্ষার নমুনাও দিতে হয়েছে সফরকারীদের। সেই পরীক্ষায় আশঙ্কাজনক কোনো কিছু পাওয়া যায়নি। ফল নেগেটিভ এসেছে সবার।

লঙ্কান ক্রিকেটারদের নেগেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেছেন, ‘বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পর পরই ক্রিকেটারদের নমুনা সংগ্রহ করা হয়। গতরাতে (রোববার) ওদের ফল নেগেটিভ এসেছে।’

অবশ্য প্রথম দফায় নেগেটিভ হলেই মুক্তি মিলছে না লঙ্কান দলের। আরো একবার করোনা নেগেটিভ হলেই অনুশীলন করার সুযোগ পাবেন তারা। মঙ্গলবার দ্বিতীয়বার কোভিড পরীক্ষা করানো হবে তাদের। সবমিলিয়ে তাই রুম কোয়ারেন্টাইনের সঙ্গে করোনা নেগেটিভ হওয়ার অপেক্ষায় থাকতে হচ্ছে লঙ্কান ক্রিকেটারদের।

বিসিবির প্রধান চিকিৎসক আরো বলেছেন, ‘আগামীকাল (মঙ্গলবার) দ্বিতীয়বার কোভিড পরীক্ষা করানো হবে। ওখানে নেগেটিভ হলেই অনুশীলনে কোনও বাধা থাকবে না। পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ সরকারের নির্দেশনা মেনে আমরা অনুসরণ করছি। আর প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেক দলের জন্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলাদা আলাদা নির্দেশনা আছে।’ এই দুই দফা করোনা পরীক্ষার পর সিরিজ চলাকালে আরো দুবার ক্রিকেটারদের কোভিড পরীক্ষা করানো হবে। সবমিলিয়ে মোট চারটা পরীক্ষা হবে।

আসন্ন সিরিজটির জন্য ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড। ওয়ানডে সিরিজ শুরুর আগেই এটিকে কমিয়ে আনা হবে ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে। তবে সহসাই ঘোষণা হচ্ছে না ১৬ জনের মূল স্কোয়াড। আগামী ২০ মে সাভারের বিকেএসপিতে নিজেদের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেই ম্যাচের পরই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মূলত প্রস্তুতি ম্যাচে কয়েকজন খেলোয়াড়কে পরখ করে নেয়ার ইচ্ছা নির্বাচকদের।

২৩ মে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজের যাত্রা। ২৫ ও ২৮ মে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। দিবা রাত্রীর ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

শ্রীলঙ্কা দল : কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোশান ডিকভেলা, অশেন বান্দারা, দাসুন শানাকা, ইসুরু উদানা, রমেশ মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, লাকশান সান্দাকান, আকিলা ধনঞ্জয়া, অজিথা ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো, দুষ্মন্থ চামিরা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads