• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ছাড়পত্র পেলেন সাকিব

সংগৃহীত ছবি

ক্রিকেট

ছাড়পত্র পেলেন সাকিব

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ মে ২০২১

বিশ্বজুড়ে চলা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হট কেক সাকিব আল হাসান। এর দৌরাত্ম্যে ঘরোয়া ক্রিকেট সেভাবে খেলা হয় না টাইগার অলরাউন্ডারের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে ফেরা সাকিবের যোগ দেওয়ার কথা ছিল আরেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে। তবে এবার পিএসএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। তার পরিবর্তে সাকিবের ভাবনা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বা ডিপিএল। অবশেষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ডিপিএল খেলার ছাড়পত্র পেলেন তিনি।

আইপিএল থেকে ফিরে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন সাকিব। সেখানে থাকা অবস্থায় কিছুদিন আগে মোহামেডানের বরাত দিয়ে জানান, এবার ডিপিএল খেলতে চান তিনি। এ জন্য সাকিবের স্বাক্ষরিত একটি চিঠি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) বরাবর দাখিল করে মোহামেডান। তার আবেদন মঞ্জুর করেছে সিসিডিএম।

সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিবকে মোহামেডানের হয়ে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে।  আলী হোসেন বলেন, ‘সাকিব ফ্রি খেলোয়াড ছিল। আইনগতভাবে ফ্রি খেলোয়াড়কে দলে নিতে কোনো বাধা নেই। আমরা তার চিঠি যাচাই-বাছাই করে অনুমতি দিয়েছি। সাকিব মোহামেডানের হয়ে খেলতে পারবে।’

নিষেধাজ্ঞার কারণে ২০১৯-২০ মৌসুমে ডিপিএলের কোনো দলেই ছিলেন না সাকিব। তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় ডিপিএল খেলতে চান বাঁহাতি অলরাউন্ডার। এই মৌসুমে মোহামেডানের অধিনায়কের দায়িত্ব পড়েছিল বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের কাঁধে। তবে আর মাঠে নামার সুযোগ নেই রাজ্জাকের। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব নিয়ে ক্রিকেট ছেড়েছেন তিনি। রাজ্জাকের পরিবর্তে সাকিবকে নিয়েছে সাদা-কালো শিবির।

করোনাভাইরাসের কারণে গত বছর ডিপিএল মাঠে গড়ালেও এক রাউন্ড পর স্থগিত হয়ে যায়। এরপর চলতি মাসের শুরুতে এই টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও সেটি সম্ভব হয়নি। পরে সিসিডিএম থেকে জানানো হয়, এ মাসের ৩১ তারিখ থেকে শুরু হবে টুর্নামেন্টের বাকি অংশ। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার আর পঞ্চাশ ওভারে নয়, আসর বসবে কুড়ি ওভারের ফরম্যাটে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads