• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মেয়েকে অভিনন্দন জানিয়ে ‘দুঃখিত’ বললেন সাকিব

সংগৃহীত ছবি

ক্রিকেট

মেয়েকে অভিনন্দন জানিয়ে ‘দুঃখিত’ বললেন সাকিব

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ জুন ২০২১

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মনের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশে, স্ত্রী সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে। লম্বা সময় ধরে প্রিয়জনদের থেকে দূরে আছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষেই অবশ্য ফিরে যেতে পারতেন সেখানে, কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে নাম লেখান সাকিব। এরপর করোনা কালে জৈব সুরক্ষা বলয়ে আছেন। সামনে আবার জিম্বাবুয়ে সফর।

মনের দিক থেকে যে তিনি স্বস্তিতে নেই তার প্রমাণ তো গেল শুক্রবারই দেখা গেছে। এর মধ্যে তার বড় কন্যাটির বিশেষ দিনে থাকতে পারলেন না পাশে। সাকিব আল হাসানের কন্যা আলাইনা হাসান অব্রি পড়াশোনার প্রথম ধাপে শেষ করল কিন্ডারগার্টেন পর্ব। যুক্তরাষ্ট্রে আবার এটি বেশ জমকালোভাবেই পালন করা হয়। গ্র্যাজুয়েশনের সম্মানও থাকে। যেখানে বাবা-মা থাকেন তাদের সন্তানের পাশে। কিন্তু এমন দিনে সাকিব দেশে। মনটা তাই তো পড়ে আছে মার্কিন মুল্লুকে।

সে কথাটাই গতকাল মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জানালেন সাকিব। তিনি লিখেছেন, ‘কিন্ডারগার্টেন থেকে গ্র্যাজুয়েশন করার জন্য আমার বড় মেয়েকে অভিনন্দন। আমি দুঃখিত তোমার বড় দিনটি মিস করেছি। তবে আমি নিকট ভবিষ্যতে এর কোনোটি মিস না করার প্রতিশ্রুতি দিচ্ছি!’

২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরের সঙ্গে সংসার পাতেন সাকিব। এরপর ২০১৫ সালের নভেম্বরে এই তারকা দম্পতির প্রথম সন্তান আলাইনা হাসান অব্রির জন্ম হয়। পরে তাদের ঘরে এসেছে আরো দুই সন্তান। দেশে সাকিবের সময়টাও ভালো যাচ্ছে না। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান অধিনায়ক সাকিব মেজাজ হারিয়ে এখন মাশুল দিচ্ছেন। আবাহনীর বিপক্ষে ম্যাচে গেল শুক্রবার প্রথমবার লাথি মারেন স্টাম্পে, এরপর স্টাম্প তুলে আছাড় মারেন। এ ঘটনায় তার ৫ লাখ টাকা জরিমানা ও তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। চারদিকে সাকিবের কঠোর সমালোচনাও চলছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads