• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ক্রিকেট

ক্রিকেটারদের বেতন বাড়ছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ জুন ২০২১

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তির বিষয়টি ঝুলে আছে অনেকদিন ধরে। কথা ছিল- গত ১৫ জুন বোর্ড সভা শেষে ঘোষণা হবে কেন্দ্রীয় চুক্তি। জানা যাবে কারা চুক্তিতে থাকছেন, কারা থাকছেন না। তবে সেই চুক্তি এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বৃহস্পতিবার) কেন্দ্রীয় চুক্তির সবশেষ তথ্য জানাতে গিয়ে আকরাম খান জানালেন, এবারের চুক্তিতে বেতন বাড়ছে ক্রিকেটারদের।

আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘বোর্ড সভার পর আমরা নির্বাচকদের সাথে বসে মোটামুটি কিছু জানার ব্যাপার ছিল তো আমরা ওটা জেনেছি। আমরা দুই একদিনের মধ্যে খেলোয়াড়দের চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। মানে ওরা কোন ফরম্যাটে খেলতে আগ্রহী। সেটা আসার সাথে সাথেই চুক্তিটা চূড়ান্ত করে ফেলবো।’

সঙ্গে আরও যোগ করেন আকরাম, ‘এই পরিস্থিতিতে অন্য বোর্ডে খেলোয়াড় বলেন স্টাফ বলেন বেতন কমাচ্ছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি বেতনটা ১০-২০ শতাংশ বাড়ানোর জন্য।’

২০১৯ সালে বোর্ডের বিপক্ষে আন্দোলনে নেমেছিলেন ঢাকার ক্রিকেটাররা। সেই আন্দোলনের ১৩ দফার মধ্যে ষষ্ঠ দফা ছিল, জাতীয় দলের চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা বাড়াতে হবে। যেখানে অন্তত ৩০ জন রাখার কথা জানিয়েছিলেন খেলোয়াড়রা। পাশাপাশি চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছিল।

এবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছেন, চুক্তিতে রাখা হচ্ছে ১৮ থেকে ২০ জন ক্রিকেটারকে। আজ বৃহস্পতিবার আকরাম জানালেন, করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে বেতন কমলেও আগের বেতনের থেকে এবার অন্তত ১০ থেকে ২০ শতাংশ বেতন বাড়ছে সাকিব আল হাসান, তামিম ইকবালদের।

আকরাম জানালেন, ‘এটা নির্ভর করবে কিন্তু আমরা এটা চিন্তা ভাবনা করে করবো। ১০ থেকে ২০ শতাংশ বাড়বে। সেটি আমরা মৌখিকভাবে অনুমোদন নিয়েছি যে বেতনটা বাড়বে, সেটারও সময় নিতে হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads